শ্যামনগরে আটক দুই শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: শ্যামনগরে জামিয়া ইসলামিয়া রশিদীয়া হুসাইনাবাদ মাদ্রাসা দখল করে নেওয়ার চেষ্টা এবং মাদ্রাসার দুই শিক্ষক মাওলানা মিজানুর রহমান ও মাওলানা আবু নাইমের নামে মামলা প্রত্যাহারপূর্বক মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর আয়োজনে ২৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসাটির সভাপতি এড. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. রোকনুজ্জামান, হাফেজ মাওলানা হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম, মো. মাহাদি হাসান, মো. আব্দুল্লাহ।