কালিগঞ্জশিক্ষাঙ্গন

রতনপুর তারকনাথ বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কালিগঞ্জ প্রতিনিধি: ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের আয়োজনে স্কুলের ৬২ তম ডিসপ্লে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সকাল ৯ টায় রতনপুর ফুটবল মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এফ সিসিএস ডাক্তার এম এ কাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চিপ এডুকেশন অফিসার বাংলাদেশ মেরিন একাডেমী রংপুর লে: কমান্ডার জিএম মশিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সহ-সভাপতি ও সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সমাজসেবক মাহমুদুর রহমান, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের কর্মকর্তা আব্দুল মাজেদ, ফুটবল খেলোয়াড় শহিদুল্লাহ মল্লিক অনুষ্ঠানে স্কাউট দল প্রধান অতিথি সকল অতিথিদেরকে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবলু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরজিত কুমার শীলের সঞ্চালনায় ও স্কাউট শিক্ষক অচিন্তকুমার মন্ডল ও সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার ঘোষের দিকনির্দেশনায় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর ডিসপ্লে অনুষ্ঠিত হয় মাঠের চারিপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ডিসপ্লে শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা মনন ও দক্ষতা দিয়ে সাজানো ক্যাম কক্ষ পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজ মন্ডল বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ মোঃহাফিজুর রহমান ও অনুষ্ঠানের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার জি এম মশিউর রহমান সহ কালিগঞ্জ ক্লাবের সাংবাদিকবৃন্দ অন্যান্য অতিথিবৃন্দ।

নান্দনিক দর্শনীয় ক্যাম্প সাজানো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শহীদ আলিফ আহমেদ কক্ষ ,দ্বিতীয় শহীদ আসিফ হাসান কক্ষ, তৃতীয় শহীদ মীর মুগ্ধ কক্ষ, ও চতুর্থ শহীদ আবু সাঈদ কক্ষ এবং বিশেষ পুরস্কার ছাত্রীদের দ্বারা নির্মিত কক্ষ বেগম রোকেয়া। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল এর আগে সকালে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিনোদনমূলক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি, নৃত্য, কৌতুক নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর সহ অভিভাবক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *