কালিগঞ্জে দেড় কেজি গাঁ’জা ও প্রায় ৩৬ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গৌরপদ গ্রে’প্তা’র
স্টাফ রিপোর্টার: কালিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৩৫ হাজার ৬৯০ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গৌরপদ বিশ্বাস (৫৫) গ্রেফতার হয়েছে। সে জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত লক্ষীপদ বিশ্বাসের ছেলে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ৪ টার দিকে তার বাড়ী কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমানের সার্বিক সহযোগিতায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে এসআই সমীর গাইন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেপ্তার করে।
পুলিশ সুত্রে জানা যায়, আসামী গৌরপদ বিশ্বাস বিরুদ্ধে কালিগঞ্জ থানার মামলা নং-১৬ তাং-২৪/০২/২৫ দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।