শ্যামনগর

শ্যামনগরে কর্মী সম্মেলন উপলক্ষ্যে জামায়াতের সংবাদ সম্মেলন

মোঃ ইসমাইল হোসেন: বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের আগমন ও ২৩ শে ফেব্রুয়ারি নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মী সম্মেলন বাস্তবায়ন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২শে ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শ্যামনগর উপজেলা আমীর ও জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুর রহমান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুল জলিল, নায়েবে আমির মাওলানা মঈনুদ্দীন মাহমুদ,সহকারি সেক্রেটারি প্রভাষক আব্দুল হামিদ, মাওলানা মহসিন আলম, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল প্রমুখ।

সংবাদ সম্মেলনে জামায়াতের উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান বলেন, প্রায় ১৭বছর পরে শ্যামনগরে জামায়াতে ইসলামীর সব চেয়ে বড় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৩শে ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত মহিলা ও দুপুর ২টায় থেকে ৫টা পর্যন্ত পুরুষ কর্মী সম্মেলন ইনশাআল্লাহ লাখো জনতা উপস্থিত থাকবে। এ সমাবেশে শ্যামনগর উপজেলা কে আধুনিকতার গণ্ডিতে আবদ্ধ করতে নানামুখি উন্নয়ন মূলক পরিকল্পনার রূপরেখা সরকার কে জানাতে বার্তা আসবে। পরিকল্পনা গুলো বাস্তবায়িত হলে অবহেলিত শ্যামনগর মডেল উপজেলায় রুপান্তরিত হবে। জনগণ তাদের অধিকার যথাযথ ফিরে পাবে। এলাকার উন্নয়ন হবে। এছাড়াও সমাবেশে আগত কর্মীদের জন্য থাকবে চিকিৎসা সেবা, খাওয়ার পানি সরবরাহ ও জরুরী সেবার জন্য হটলাইন নম্বর সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মী সম্মেলন সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

২৩শে ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, খুলনা অঞ্চল কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান সহ জামায়াতের কেন্দ্রীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *