শার্শায় ৭০.৫ কেজি রুপাসহ ২ জনকে আটক করেছে বিজিবি
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শা থানাধীন নাভারণের সাতক্ষীরা মোড় থেকে ঢাকাগামী হামদান পরিবহনের একটি বাস তল্লাশী করে ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটকৃতরা হলো- শার্শার বাগুড়ী গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮) ও জাহাঙ্গীর কবির লিটুর ছেলে মেহেদী হাসান (২৫)।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ ফেব্রুয়ারী সকালে শার্শা থানাধীন নাভারণ সাতক্ষীরা মোড় এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন (যশোর-ব-১১-০২৬৬) এর একটি বাসে বিজিবি সদস্যরা তল্লাশী করে ২জন আসামী এবং তাদের ব্যাগের ভিতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৭১টি প্যাকেট থেকে ৭০ কেজি ৫০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করে। যার বাজারমূল্য ১,৫৭,২১,৫০০ (এক কোটি সাতান্ন লাখ একুশ হাজার পাঁচশত) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা রুপার অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে আনার কথা স্বীকার করেছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর এবং রুপার চালানটি যশোর ট্রেজারী অফিসে জমা দেওয়া হবে।