সদর

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, আটক-১

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান চলাকালে এক দালাল আটক হয়েছে । দুদক যাকে আটক করেছে তার নাম আবুল মুহুরী। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো এলাকার বাসিন্দা।

জানা গেছে, আবুল হোসেন দীর্ঘদিন সাতক্ষীরা কোটে মুহুরীর কাজ করেন। তিনি নিরীহ প্রকৃতির মানুষ। এর আগে তিনি কখনো বিআরটিএ এর কাগজপত্র তৈরি করে দেওয়ার নামে দালালি করতে না। তবে দুদক সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বিআরটিএ অফিসের দালালের দৌরাত্ব নির্মূলে অভিযান পরিচালনা করে।

প্রকৃতপক্ষে, যারা বি আর টি অফিসের দালালীর কাজ করে তারা দুদকের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়ে। তবে বিধি বাম থাকায় আবুল হোসেন মুহুরী পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বি আর টি এ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়ে।

নাম না প্রকাশের শর্তে সাতক্ষীরা কোর্টের একজন মুহুরি বলেন, আবুল ভাই নিরীহ মানুষ। সাতক্ষীরা বিআরটিএ অফিসে অনেক দালাল কাজ করে। তবে আবুল ভাই আগে কখনো এমন কাজ করেছে বলে আমার জানা নেই। প্রকৃত দালালরা কৌশলে সটকে পড়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ অফিসের সহকারী পরিচালক কেএম মাহবুব কবিরের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *