সাতক্ষীরায় উন্নত জাতের রসুন উৎপাদনের ওপর মাঠ দিবস পালন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় লবনাক্ত এলাকায় বারি উদ্ভাবিত উন্নত জাতের রসুন উৎপাদন কৌশলের ওপর কৃষকদের মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কৃষিতত্ত¡ বিভাগ ও কৃষি গবেষনা ইন্সটিটিউটের উদ্যোগে তালা উপজেলার বিনেরপোতায় এই আয়োজন করা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিতত্ত¡ বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আবুল খায়ের মিয়া এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা কৃষি গবেষনা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডল। এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জেসমিন আরা চৌধুরী, ড. সরকার সাইফুল আলম, ড. মো: আবুল হোসেন খান।
অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন, দেশে যে পরিমানের রসুনের আবাদ হয় তা চাহিদা পূরনের জন্য যথেষ্ট নয়। এজন্য কৃষি গবেষনা ইন্সটিটিউট বারি রসুন-৫ নামের উন্নত জাতের রসুন আবিষ্কার করেছে। এই রসুন লবনাক্ত এলাকাতেও ভালো ফলন দিতে পারছে। ইতিমধ্যেই সাতক্ষীরার মত লবনাক্ত এলাকায় এর চাষাবাদ শুরু হয়েছে। এটির বিস্তার হলে ভবিষ্যতে রসুন আর আমদানি করা লাগবে না।