শার্শার উলাশিতে ৮ লাখ টাকাসহ ৪ ছিনতাইকারী আটক
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শা থানার উলাশিতে রোকনুজ্জামান নামে একজনকে ছুরিকাহত করে ৮ লাখ টাকা নিয়ে পালানোর সময় ৪ জন ছিনতাইকারী আটক হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে এঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ রোকনুজ্জামান (৪৫) শার্শার বাগআঁচড়া গ্রামের উজ্জল পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। সে বাগআঁচড়ার নারিশ ফিস ফিড লিঃ কোম্পানির পরিবেশক রুহুল আমিনের ম্যানেজার হিসাবে কর্মরত আছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ কে. এম. রবিউল ইসলাম জানান, ভুক্তভোগী রোকনুজ্জামান ক্রেতাদের থেকে টাকা কালেকশন করে ফেরার পথে শার্শা থানাধীন উলাশী যাত্রী ছাউনীর সামনে পৌঁছালে ওতপেতে থাকা ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে এবং ছুরিকাহত করে তার কাছ থেকে ৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলো। এসময় তার আত্মচিৎকারে উপস্থিত জনতা এগিয়ে এসে ২ জনকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে টাকা নিয়ে পালিয়ে যাওয়া অপর ২ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো- যশোরের ঝিকরগাছা থানাধীন কলাগাছিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪), শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), তরিকুল ইসলাম (২৫) ও ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩)। আহত রোকনুজ্জামানকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে হস্তান্তর করা হবে।