কালিগঞ্জ

কালিগঞ্জে স্বামীর উপর অভিমান করে এক সন্তানের জননীর আ/ত্ম/হ/ত্যা

মাসুদ পারভেজ কালিগঞ্জ: কালিগঞ্জে টিকটক করতে বাধা দেওয়াই স্বামীর উপরে অভিমান করে মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সাইদুল ইসলাম গাজীর স্ত্রী রাবেয়া খাতুন (২২) এক সন্তানের জননী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী এবং প্রতিবেশীদের বরাতে জানা যায়, (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪ টা থেকে ৬ টার মধ্যে রাবেয়া খাতুন (২২) আত্মহত্যা করেন। তারা আরো জানান রাবেয়া খাতুন বিয়ের কিছুদিন পর থেকে স্বামী সাইদুল ইসলামের সাথে বিভিন্ন সময় রাগারাগির মধ্য দিয়ে কাপড় বেডিং গছিয়ে কয়েকবার পিতার বাড়ি শ্যামনগরের বংশীপুর চলে যেতেন। পরবর্তীতে সাইদুল গাজী বারবার পিতার বাড়ি থেকে অনেক বুঝিয়ে বাড়িতে নিয়ে আসতেন। প্রতিবেশীরা আরো জানান রাবেয়া খাতুন প্রায় সময় অ্যান্ড্রয়েড মোবাইলে টিক টক করতে পছন্দ করতেন। যেটা স্বামী ইঞ্জিন ভ্যান চালক সাইদুল ইসলাম গাজী পছন্দ করতেন না। এক পর্যায়ে বিভিন্ন সময়ে সংসারে অশান্তি লেগেই থাকতো।

বুধবার রাতে ইঞ্জিন ভ্যানচালক সাইদুর ইসলাম বাড়িতে ফিরলে। ফেসবুক এবং টিকটক নিয়ে স্ত্রী রাবেয়ার সাথে কথা কাটাকাটি শুরু হয়। স্বামী স্ত্রীর ভিতরে হট্য গোল শুরু হলে রাবেয়া খাতুন, স্বামী সাইদুল ইসলাম (২৫) এবং একমাত্র পুত্র সন্তান রোহান গাজী (৩) কে রেখে পাশের রুমের দরজার ভিতর থেকে আটকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। জানতে পেরে দুদলী ৮ ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আব্দুল জলিল তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে মুঠোফোনের মাধ্যমে জানান। কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, মহিলা কনস্টেবল রাবেয়া খাতুন লাশ আড়া থেকে নামিয়ে সুরত হাল সম্পন্ন করেন‌। প্রশাসন জানান লাশের গায়ে কোন প্রকার আঘাত কিংবা দাগ পাওয়া যায়নি। শুধুমাত্র আত্মহত্যার জন্য ব্যবহৃত গলায় ওড়না প্যাঁচানো দাগ আছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, দুদলী গ্রামে এক নারী গলায় রশি দিয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি। আপাতত কালিগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *