জাতীয়

ওয়ান ব্যাংকের ঋণখেলাপি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম নামের ওয়ান ব্যাংক পিএলসি’র এক ঋণখেলাপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ধানমন্ডির মেসার্স মোমিনা লজিস্টিক পয়েন্ট ও মেসার্স মোমিনা ডেইরি ইন্ডাস্ট্রিজের স্বত্তাধিকারী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার কলাবাগান থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

ওয়ান ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাজহারুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজুল ইসলাম ওয়ান ব্যাংকের টিপু সুলতান রোড শাখা থেকে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে, উক্ত ঋণ সময়মত পরিশোধ না করায় খেলাপী ঋণে পরিনত হয়। খেলাপী ঋণ আদায়ের উদ্দেশ্যে ব্যাংক উক্ত খেলাপী গ্রাহকের বিরুদ্ধে ঢাকার বিজ্ঞ অর্থঋণ আদালত নং-৩ এ মামলা (নং- ৪৫৭/২০১৯) দায়ের করে এবং বিচারান্তে উক্ত মামলায় রায় ও ডিক্রী প্রাপ্ত হয়।

উক্ত রায় ও ডিক্রীর প্রেক্ষিতে ওয়ান ব্যাংক ১০ কোটি ৪৮ লাখ ৯ হাজার ৭৫৫ টাকা পাওনা দাবী করে বিজ্ঞ আদালতে অর্থজারী মামলা (নং- ১৩১৩/২০২৩) দায়ের করে। উক্ত অর্থজারী মামলায় ওয়ান ব্যাংক, গ্রাহকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আবেদন জানালে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন।

অবশেষে কলাবাগান পুলিশের সহায়তায় তাকে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *