অনলাইনসদরস্বাস্থ্য

সাতক্ষীরায় লাইফ এন্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন

গাজী হাবিব: সাতক্ষীরায় লাইফ এন্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় সাতক্ষীরা পি এন মাধ্যমিক বিদ্যালয়ে জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা প্রধান অতিথি থেকে এ হোপ ফ্রী হেলথ কেয়ারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, লাইফ অ্যান্ড হেলথ কেয়ারের চেয়ারম্যান নুরজাহান আব্দুল্লাহ।

নর্দান ইউনিভার্সিটি (খুলনা) সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম আজাদ বাবলা, নর্দান ইউনিভার্সিটি খুলনার সায়েন্স ডিপার্টমেন্টের ডিন মো. রবিউল ইসলাম, জামায়াতে ইসলামির সাতক্ষীরা শহর শাখার আমির মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।

উদ্বোধনী দিনে অর্ধ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও হেলথ কার্ড প্রদান করা হয়। সপ্তাহের প্রতি শনিবার সাতক্ষীরা পি এন মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ পবিত্র মোহন দাস, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন আলী, পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মো. সাইফুদ্দিন, নর্দান ইউনিভার্সিটির এডিশনাল ডাইরেক্টর মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে লাইফ অ্যান্ড ফ্রী হেলথ কেয়ারের চেয়ারম্যান নুরজাহান আব্দুল্লাহ বলেন, সমাজের অসচ্ছল, অসহায় দুস্থ গরীব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমার বাবা এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে সাতক্ষীরা একটা হাসপাতালও করা হবে।

এছাড়া, এই ফাউন্ডেশনের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে বিনা লাভে ৫০টি মোটর চালিত ভ্যান ও ১০০ টি সেলাই মেশিন প্রদান করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *