সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ প্রায় ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনভর সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল, কাকডাঙ্গা বিওপির বিশেষ পৃথক তিনটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন গেড়াখালি, কুটির বাড়ি ও ছবেদার মোড় নামক স্থান হতে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি ও বোরকা এবং তলূইগাছা বিওপির বিশেষ পৃথক দুইটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন কেড়াগাছি খাল ও কেড়াগাছি বাশ বাগান নামক স্থান হতে ৬০ হাজার টাকার মূল্যর ভারতীয় শাড়ি ও বোরকা জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন চান্দা নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৫ লাখ ৯৮ হাজার টাকা। তবে, চোরাকারবারীরা এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় সেগুলো জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।