ভোমরায় একজন আসামী ও ৩ টি ট্রাকসহ প্রায় আড়াই কোটি টাকার মালামাল জব্দ
গাজী হাবিব, সাতক্ষীরা: ভোমরা স্থলবন্দরের চেকপোষ্ট দিয়ে আমদানী/রপ্তানীর ট্রাক তল্লাশী করে এক আসামীসহ ৫৯টি ভারতীয় শাড়ি, ২০টি থ্রি-পিস, ২ টি বোরকা, ৩ টি কম্বল এবং ৩টি বাংলাদেশী ট্রাক আটক করে বিজিবি সদস্যরা।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ভোমরা আইসিপিতে এ আটকের ঘটনা ঘটে
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইসিপি’র বিজিবি চেকপোষ্ট এলাকায় নায়েব সুবেদার মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে দায়িত্বরত বিজিবি সদস্যরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী খালী ট্রাক তল্লাশীর জন্য থামালে ০২টি ট্রাকের ড্রাইভার ও হেলপার গাড়ি রেখে লাফিয়ে স্থলবন্দরে বিচ্ছিন্নভাবে পালিয়ে যায় এবং ০১ জন ড্রাইভার গাড়িতে অবস্থান করে।
পরবর্তীতে ট্রাক ৩ টি তল্লাশী করে ৫৯টি ভারতীয় শাড়ি, ২০টি থ্রি-পিস, ২ টি বোরকা, ৩ টি কম্বল উদ্ধার করে।
এ সময়ে অবৈধভাবে ভারতীয় মালামাল চোরাচালানের দায়ে ট্রাক চালক মোঃ মিলন ফকির (৪৫) আটক করে। সে ফরিদপুর জেলার মধুখালী থানার গোন্দারদিয়া গ্রামের মোঃ লোকমান ফকিরের ছেলে। তার ট্রাক নম্বর: ঢাকা মেট্রো-ট-১৬-৩৭৮৪।
এই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অনন্য আসামীরা হলেন, সাতক্ষীরা জেলার ভোমরা এলাকার কুল পাড়া গ্রামের মো. রাব্বি ইসলাম (২৩), একই এলাকার গাজীপুর গ্রামের আব্দুল গণির ছেলে ওমর ফারুক(২২), খুলনা জেলার ফুলতলা থানার দামুড়দা গ্রামের মৃত খালেদ গাজীর ছেলে বিল্লাল হোসেন (৩৫) (ট্রাক নম্বর যশোর-ট-১১-০২৯৭), সাতক্ষীরা জেলার ভোমরার মোল্লাপাড়া গ্রামের জিহাদ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৫) ও যশোর জেলার চাঁচড়ার বিলপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানা (৪০) (ট্রাক নম্বর যশোর-ট-১১-১৭২৩)।
বিজেপি অধিনায়ক জানান, অভিযানে সর্বমোট ২ কোটি ২৮ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ আটককৃত মালামাল ও ট্রাক আসামীসহ থানায় সোপর্দ করা হয়েছে।