ভোমরায় বাংলাদেশির মৃতদেহ ভারতীয় আত্মীয়-স্বজনদের দেখার ব্যবস্থা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বাংলাদেশী নাগরিকের মৃতদেহ ভারতীয় আত্মীয়- স্বজনদের দেখার ব্যবস্থা করেছে বিজিবি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোমরা সীমান্তে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ওই মৃতদেহ দেখার ব্যবস্থা করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
মৃত ব্যক্তি দেবহাটা উপজেলার দেবহাটা গ্রামের আসিয়া বেগম (৮০)। মৃত বাংলাদেশী নাগরিকের ভারতে বসবাসরত মেয়ে শরিফা বেগম (৪৮) ও আত্বীয় স্বজন শেষ বারের মত দেখার অনুরোধ জানালে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের ভোমরা বিওপির ভোমরা আইসিপি এলাকায় মেইন পিলার ৩ এর নিকট মৃত ব্যক্তির মেয়ে ও আত্বীয় স্বজনের জন্য পৌনে ১২ টা থেকে প্রায় ১ ঘন্টা যাবৎ দেখার সুযোগ করে দেয়। এ সময় একটি আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয় এবং আত্বীয় স্বজনদের শেষ দেখার সুযোগ করে দেয়ায় উপস্থিত জনসাধারণ বিজিবির এরূপ মানিবিক কাজের প্রশংসা করেন।