তালার সমকাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ
বিশেষ প্রতিনিধি, তালা: তালার সমকাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে অত্র বিদ্যাপীঠের ৪০ বছর পূর্তিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামসুন নাহারের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও প্রভোস্ট বিজয়’৭১ হল প্রফেসর ড. স.ম. আলী রেজা।
শিক্ষক পলাশ কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের গুয়াংজু সান বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ডেভেলপমেন্ট ডাইরেক্টর (সহযোগী অধ্যাপক) সান ইয়েট জি এম আমিনুল ইসলাম,সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস এবং অধ্যাপক মোশারাফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য এবং উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এর আগে সোমবার তিনদিনব্যাপী উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা, অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।