অপরাধজীবনযাপনসদর

সাতক্ষীরায় ঘের কর্মচারি স্বামী- স্ত্রীকে মারপিট, হাসপাতালে ভর্তি

নাজমুল আলম মুন্না: সাতক্ষীরায় ঘেরের জমি ফেরৎ নেওয়ায় ঘের মালিককে না পেয়ে কর্মচারি শফিকুল ইসলাম ও তার স্ত্রী চায়না খাতুনকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামে। সদর হাসপাতালে ভর্তি আহত চায়না বেগম ও তার স্বামী শফিকুল অভিযোগ করে বলেন আমরা সিরাজ উকিলের ঘের দেখাশুনা করি এজন্য দেবনগর গ্রামের রাজ্জাকের ছেলে রুস্তম ও মোস্তর ছেলে আজমল তাদেরকে প্রায়সময় ঐ ঘেরে যেতে নিষেধ করে মারপিটের হুমকি দিয়ে আসছিল আমাদের কিন্তু আমরা গরিব মানুষ দিনমজুর তাদের কথা না শুনে আমরা ঐ ঘেরে যাই সেজন্যে আমারে শ্লীলতাহানীসহ ওরা আমার স্বামীরে বেধড়ক মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। পরে আমাদেরকে স্থানীয় লোকজন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

এবিষয়ে ঘের মালিক এ্যাড. সিরাজ বলেন রাজ্জাকের ঘেরের পাশে আমার ৩ বিঘা জমি ছিল সেই জমি রাজ্জাক করতো কিন্তু সে নিয়মিত হারির টাকা দিত না তারা কমিটমেন্ট ফেল করলে আমি আমার জমি ফিরিয়ে নিয়ে আলাদা ঘের করে মাছ ছাড়ি এটাই রাজ্জাকের রাগের মূল কারণ। গতকাল আমার ঘেরের কর্মচারি শফিকুল ও তার স্ত্রী চায়না দুজন ঘেরে ধান রোপন করে বাড়ীতে আসলে রাজ্জাকের ছেলে রুস্তম, মোস্তর ছেলে আজমল তাদেরকে বেধড়ক মারপিট করে। তারা দুজন এখন সদর হাসপাতালে ভর্তি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *