তালায় সেতুর সংযোগ সড়কে ভয়াবহ গর্ত, ঘটতে পারে দুর্ঘটনা
শাহিন বিশ্বাস পাটকেলঘাটা: তালার ইসলামকাটী গুরুত্বপূর্ণ সেতুর সংযোগ সড়কে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ব্রিজের সংজগ সড়কের একাংশ দেবে গিয়ে গর্ত তৈরি হয়েছে, ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে।
সরজমিনে দেখা গেছে, সংযোগ সড়কটির পাশেই তালার রেজিঃ অফিস থাকায় প্রতিদিন বহু যানবাহন ও পথচারী এই সেতু ব্যবহার করেন। বিশেষ করে রিকশা, মোটরসাইকেল ও ছোট যানবাহনের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোন সময় ঘটতে পারে প্রাণহানির মত ঘটনা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক জানান, ব্রিজের নিচে যেখানে গর্তের সৃষ্টি হয়েছে, ইট বা কংক্রিটের ঢালাই দিয়ে পানি সরার ব্যবস্থা বন্ধ করতে হবে, তা না হলে সংস্কার করলেই সংস্কার কাজ টিকবে না পানির স্রোতে বারবার এখানে ভেঙে পড়বে।
স্থানীয় ইউপি সদস্য আছাদুজ্জামান সহ এলাকাবাসীর দাবি, যদি দ্রুত মেরামত করা না হয়, তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয় তালা উপজেলা এলজিইডি প্রকৌশলী, রথীন্দ্র নাথ হালদার,জানান ,রাস্তাটি জনগুরুত্বপূর্ণ এবং এই রাস্তার ব্রিজের এপ্রোচে গর্ত হয়েছে । যেটা এলসিএস কর্মীদের দিয়ে আপাতত মেরামত করা হবে, পরবর্তীতে মোবাইল মেইনটেইনেসের মাধ্যমে বাকিটুকু সংস্কার করা হবে