অপরাধজীবনযাপনসদর

সাতক্ষীরার চুপড়িয়ায় চেতনানাশক স্প্রে করে সর্বস্ব লুট

স্টাফ রিপোর্টার: ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করার পর জানালার গ্রীল কেটে এক ব্যবসায়ীর বাড়িতে সােনার গহনা ও নগদ টাকা লুট করা হয়েছে।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ চুপড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী পরিবারের ৪ সদস্যকে সোমবার (১০ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অজ্ঞান হওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ চুপড়িয়া গ্রামের সরদার সার ও কীটনাশক বিক্রেতা মুজিবর রহমান (৫৫), তার স্ত্রী মেহেরুন্নেছা (৪৫), তাদের মেয়ে ফারজানা আক্তার (২৫) ও জামাতা মনির খান (৩০)।

দক্ষিণ চুপড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ঝাউডাঙা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মেহেদী হাসান জানান, তার চাচা মুজিবর রহমানের খালিদ এটারপ্রাইজ নামে বাড়ি সংলগ্ন সার ও কীটনাশক বিক্রির একটি দোকান রয়েছে।

রবিবার রাত ১১টার পর চাচা মুজিবর রহমান, চাচী মেহেরুন্নেছা, চাচাত বোন ফারজানা ও দুলাভাই বাংলাদেশ ব্যাংকের সহকারি ব্যবস্থাপক মনির খাঁন খাওয়া দাওয়া শেষে ঘুমিয় পড়েন। রবিবার দিবাগত রাত তিনটার দিকে তার চাচাত ভাই মনিরুলের দুই বছরের সন্তান মোবাশ্বির রহমান অসুস্থ হয়ে পড়ায় চাচা মুজিবর রহমানকে ডাকাডাকি করা হলে সাড়া মেলেনি।

তাছাড়া, ওয়ারড্রপ, আলমারি, শোকেজ ভাঙা। ছড়িয়ে ছিটিয় পড়ে আছে বিভিন্ন জিনিসপত্র। গভীর রাতে অজ্ঞান পার্টির সদস্যরা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে পরিবারের চারজনকে অচেতন করে সোনার গহনা ও নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে তিনি মনে করছেন। তবে চাচা মুজিবর রহমানের চেতনা না ফেরা পর্যন্ত ক্ষতির পরিমান বলা যাবে না।

সাতক্ষীরা সদর হাসপতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ অসীম কুমার সরকার জানান, মুজিবর রহমানসহ তাদের পরিবারর ৪ জনের চেতনা কখন ফিরব তা এই মুহুর্ত বলা যাবেনা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও সদর হাসপাতালে উপপরিদর্শক মেহেদী হাসানকে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *