কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কমিটি গঠন: সভাপতি সামাদ, সম্পাদক ফরহাদ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্য নির্বাহী পরিষদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
এ কমিটিতে মোঃ সামাদ আলীকে সভাপতি, সন্ধ্যা রানী সরকারকে সহ- সভাপতি ও ফরহাদ রেজাকে সাধারণ সম্পাদক করে মোট ৯ সদস্যের নির্বাহী পরিষদ গঠন করা হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন মোছাঃ খাদিজা খাতুন যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সালাম খাঁন প্রচার সম্পাদক, মোঃ আছের আলী কোষাধক্ষ্য, মোছাঃ বিথী নাসরিন নির্বাহী সদস্য, শিখা রানী সরকার নির্বাহী সদস্য ও মোঃ মাসুদ রায়হান নির্বাহী সদস্য।
গতকাল অনুষ্ঠিত সংস্থার সাধারণ সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে গতকাল বেলা ১১টায় গঠিত সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির নামের তালিকা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। সুশিক্ষায় শিক্ষিত ২৬৬ জন সদস্য নিয়ে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে সংস্থাটির কার্যক্রম চলে আসছে।
সদস্যদের সকলেই প্রতিবন্ধী, এদের মধ্যে ১৬০ জন ডিগ্রি পাশ, ১০০জন আইএ পাশ ও ৬ জন এস এসসি পাশ। ৪৬ জন দেশের বিভিন্ন সংস্থায় চাকুরীরত।