খেলাধূলাজীবনযাপনসদর

সাতক্ষীরাসহ ৪৫ উপজেলায় সাঁতার শেখানোর আওতায় এসেছে ৩ লাখ ৬০ হাজার শিশু

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মশালা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নিউইয়র্ক ভিত্তিক সংগঠন সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন গণমাধ্যমকে জানান, ৫ টি জেলার দায়িত্বশীল ৩০ জন ব্যাক্তি এ আয়োজনে অংশগ্রহণ করছেন।

এই আয়োজন উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আক্তার।

সাতক্ষীরার মোজাফফার গার্ডেনের ওয়াটার কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালা ও ব্রিফিংয়ে এষা হোসেন জানান, সাতক্ষীরাসহ ৫টি জেলা পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে সাতার শেখানো, শিশু যত্নকেন্দ্র এরমধ্যে অন্যতম। ৪৫ টি উপজেলায় ৩ লাখ ৬০ হাজার শিশুকে এ পর্যন্ত সাতার শেখানোর আওতায় আনা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সিনারগোস প্রোগ্রাম ম্যানেজার এম রিজওয়ান খান, মোর্শেদ খান চৌধুরী, গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংগঠন সমষ্টি’র প্রোগাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান, খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর শরীফুল্লাহ কায়সার সুমন।

শুক্রবার থেকে চলা এই কর্মশালা শেষ হবে সোমবার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আইসিবিসি প্রকল্প,বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন), সিনারগোজ ইন্টারন্যাশনাল, ব্র্যাক, সিআইপিআরবি, আই ডাব্লিউ এফ, উত্তরণ, পদেক্ষেপ ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমস্টি ফাউন্ডেশন এর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার ও সাতক্ষীরা জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব সাংবাদিক আামিনা বিলকিস ময়না, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকা ও নাগরিক টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ মোহন ব্যানার্জী, মানবজমিনের জেলা প্রতিনিধি এস এম বিপ্লব।

কর্মশালায় আলোচনা করেন, সিনিয়র সাইক্লোজিস্ট শারমিন আবেদিন ইরা, সিনারগোস কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, রাফি চৌধুরী, জয়েন্ট ডিরেক্টর আনিস চৌধুরী, মেন্টাল হেলথ ফার্স্ট এইড ট্রেইনার ফাতেমা পারভিন পতুল, উত্তরণের ফোকাল পার্সন মনিরুজ্জামান জমাদ্দার, ভোলার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার হোসেন, বাগেরহাটের শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ভোলার এসিসট্যান্ট ম্যানেজার মোর্শেদ আলী, বাগেরহাটের এসিসট্যান্ট ম্যানেজার ওয়াশিকুর রহমান, সাতক্ষীরার এসিসট্যান্ট ম্যানেজার রওশন আরা রুমা, উ্ত্তরণের ইসিসিডি অফিসার ইকবাল হোসেন, নিগার সুলতানা নুপুর, পিও ফারজানা খান, বরগুনার ইসিসিডি অফিসার আমিনুর রহমান, এরিয়া কো-অর্ডিনেটর রজত জ্যোতি সেন, ভোলার ইসিসিডি অফিসার শামিমা হীরা, পিও হারুন-উর-রশীদ, ইসিসিডি অফিসার পিকলু হোসেন, বেন কো-অর্ডিনেটর মেহেদি হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *