তালায় ’৯৪ ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে কম্বল বিতরণ
বিশেষ প্রতিনিধি, তালা: তালায় ’৯৪ ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালা হাসপাতাল সড়কে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি ’৯৪ ফ্রেন্ডস ফোরামের অন্যতম সমন্বয়কারী ভূমি অফিসের নাজির শিক্ষা অনুরাগী খান মোঃ নুরুল আমিন, তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব ঘোষ, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ মোঃ রফিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান বাচ্চু ও মোঃ ইমরুল কবীর প্রমুখ।
উল্লেখ্য, ’৯৪ ফ্রেন্ডস ফোরামের বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ সুপ্রীম কোর্ট বার ইউনিটের আহবায়ক ব্যারিষ্টার এম মহিউদ্দীন ইউসুফ মাসুম, চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীন, নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ ইউনুস আলী, রুপালী ব্যাংকের সিনিয়র অফিসার পুলিন কুমার দাসসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় উক্ত কম্বল বিতরণ করা হয়। গত বছরও তালায় ’৯৪ ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছিল।