জনতা ব্যাংক পি এলসি ব্রহ্মরাজপুর বাজার শাখার নতুন ব্যবস্থাপক হিসেবে নজরুল ইসলামকে সংবর্ধনা
মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার শাখা জনতা ব্যাংক পি এলসি ব্যবস্থাপক বাবলু ভঞ্জ চৌধুরীর বদলী জনিত বিদায় ও নতুন ব্যাবস্থাপক নজরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক পি এলসি ব্রহ্মরাজপুর শাখায় আয়োজনে মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পি এলসির উপ- মহাব্যবস্থাপক রুকনুজ্জামান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এজিএম মোঃ রবিউল ইসলাম, এজিএম মোঃ রবিউল ইসলাম এবং এসপিও মোঃ তপু রায়হান।
এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পি এলসি ব্রহ্মরাজপুর বাজার শাখার কর্মকর্তা রাজীব কুমার হরি,অমিতোষ কুমার মন্ডল, তরুণ কান্তি ঘোষ, তাপস কান্তি পাল, মোঃ শামীম হোসেন, আবু হাসান, তরিকুল ইসলাম।
এছাড়াও গ্রাহক সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম রাশিদুজ্জামান রানা, ঢাকা ফ্যাশনের স্বত্বাধিকারী আবু বক্কর,বিশিষ্ট ব্যবসায়ী সুবীর সাহা, স্বদেশ মল্লিক, গৌরব মল্লিক, সোলাইমান মোড়ল, ফারুক হোসেন, পবিত্র সাধু, রফিকুল ইসলাম,ব্রহ্মরাজপুর আশা সমিতির ব্যবস্থাপক সুশান্ত ঘোষ, সহকারি ব্যবস্থাপক- নওয়াবেকি সমিতির সৌরভ চন্দ্র সাহা, ঋষি ফাউন্ডেশনের ব্যবস্থাপক চন্দ্র জিৎ সরকার, সহকারি ব্যবস্থাপক ধুলিহর গ্রামীণ ব্যাংকের আজগার আলী প্রমুখ
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জনতা ব্যাংক পি এলসি ব্রহ্মরাজপুর শাখার অফিসার শামসুল আরেফিন।