অপরাধ

কালিগঞ্জে বউ-শাশুড়ির বিরুদ্ধে মানববন্ধন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জের পল্লীতে বউ ও শাশুড়ীর ষড়যন্ত্র আর নানান অভিযোগে ভুক্তভোগীসহ এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের মৃত: মকবুল শেখের পুত্র পরসম্পদ লোভী মোস্তাফিজুর রহমান বাবুর স্ত্রী রোজিনা খাতুন (৩৬) ও শাশুড়ি মনোয়ারা বেগমের দায়ের করা শেখ সেলিম আহম্মেদ, আব্দুর রশিদ, আতিকুর রহমানসহ একাধিক ব্যাক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা ও নানাবিধ হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

উপজেলার রতনপুরের মহিষকুড় মসজিদবাটি স্কুল সংলগ্নে এই মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন” সম্পদ লোভী, অন্যের জমি স্বনামে রেকর্ডকারী ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকী দিয়ে আসছিলো মোস্তাফিজুরসহ তার দোসররা। এমনকি গত ২০২৩ সালের ৩০ শে নভেম্বরে জিআর ১১৮/২৩ একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করলে আদালত তা খারিজ করে দেয়। সেলিম, রশিদ ও মাহমুদা গং এর পক্ষে সবকিছুর প্রতিবাদ করতে গেলে মোস্তাফিজুর গং এলাকাবাসীর সাথে ঝগড়া, মিথ্যা মামলা, হুমকি ধমকি দিয়ে আসছিল। ২০২৩ সালে মাহমুদা, স্বামী- শেখ নুরুজ্জামান এর নিকট থেকে ক্রয়কৃত আমাদের নামীয় সেলিম আহম্মেদ, আঃ রশিদ, শেখ শহিদুল ইসলাম নামে জমি ক্রয় করার পর হতে জমি জবর দখলের চেষ্টা করে, পরে আমরা বাধা দিতে গেলে বলে আমাদের কোন জমি নেয় এবং আমাদের তাড়িয়ে দেয়।

৩০/১১/২০২৩ ইং সালে আমাদের নামে প্রাচীর ভাঙ্গার মিথ্যা মামলা করে যাহার নং- ১১৮/২৩, জি, আর মহামান্য আদালত শুনানী অন্তে ০৯/০৫/২০২৪ ইং মামলাটি খারিজ করেন। এছাড়া দুই বছর আগের ভিডিও নিয়ে সাংবাদিকদেরকে ভুল বুঝিয়ে সংবাদ সম্মেলন করে। ২৬ জানুয়ারি আমাদের নামীয় মাহমুদা হতে ক্রয়কৃত জমিতে আমাদের রোপন করা সরিষা আনতে গেলে সেলিম, রশিদ, বাবু, তহিদুর ও মাহমুদার উপর অকথ্য ভাষায় গালী- গালাজ সহ অতর্কিত হামলা করেন।

কথিত আছে রোজিনা খাতুন তার এহেন কতকর্মের জন্য চার চার জন স্বামীর সংসার করতে পারেনি। রোজিনা খাতুন সংবাদ সম্মেলনে বলে যে তাহার স্বামী ১০ (দশ) বছর যাবৎ প্রবাসে থাকে এবং এই ১০ (দশ) বছরে সে একবার ও দেশে আসে নাই, তাহলে তার ৬ (ছয়) মাসের শিশু বাচ্ছা কোথা থেকে এলো। তার স্বামী মোস্তাফিজুর রহমান অবৈধ ভাবে বাংলাদেশ এবং ভারতের নাগরিক। মোস্তাফিজুর বাবুর ভাবী মোছাঃ ছকিনা খাতুন (৩৬) এর দোকানে মাদকের ব্যবসা চলে। যার প্রমান তার ছেলের মাদকসহ ধরা পড়া। এমতবস্থায় এসকল ব্যক্তিদের করা মিথ্যা মামলা থেকে অব্যহতি পাওয়া জন্য গ্রামবাসীগন প্রশাসনের সদয় সুদৃষ্টি কামনা করছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শেখ সেলিম আহমেদ, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম বাবু, শেখ শিরুজ্জামান , তহিদুল ইসলাম, মনি, মাহমুদা খাতুন, খায়রুন্নেসা, মুক্তা পারভীন, হেনা পারভীন, খোরশেদ আলম, জেমিসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *