বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৩১ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা এবং সুলতানপুর বিওপির বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা ফলমোড় নামক স্থান হতে ৩৪ হাজার ৭৪০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, ফুসকা শোন পাপড়ি এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা কেড়াগাছি হতে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুইটি অভিযানে কাকডাঙ্গা ও রাজ্জাকের মোড় হতে ১ লক্ষ ৪১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর সদস্যরা ঝাউডাঙ্গা বিদ্যুৎ অফিস সংলগ্ন ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি আটক করে। মাদরা বিওপির সদস্যরা উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া সুলতানপুর বিওপির সদস্যরা সুলতানপুর বাজার হতে ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪ লক্ষ ১৩ হাজার ৭৪০ টাকা।
বিজিবি অধিনায়ক জানান, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।