কালীগঞ্জে পথ বন্ধ করাকে কেন্দ্র করে হামলায় নারী-পুরুষ শিশুসহ আহত -৯
কালিগঞ্জ প্রতিনিধি: জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধ এবং চলাচলের পথ আটকানো কে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীরা বেধড়ক পিটিয়ে, কুপিয়ে নারী-পুরুষ শিশুসহ ৯ জনকে রক্তাক্ত যখন করেছে।
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে শনিবার (২৫ নভেম্বর) সকাল ৭ টার সময় এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত জখম অবস্থায় ৯ জনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলো উপজেলার মানপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মেহেদী হাসান (২৪), মৃত বেলায়েত গাজীর পুত্র নজরুল ইসলাম (৪৫) ,তার ভাই শফিকুল ইসলাম (৫০), মৃত ইসহাক আলীর পুত্র আব্দুর রাজ্জাক (৭৫), মৃত বেলায়েত গাজীর পুত্র সিরাজুল ইসলাম (৫৫) , আব্দুল হকের স্ত্রী শাকিলা বেগম( ৩৫), শফিকুল ইসলামের পুত্র জয়নগর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র রিফাত হোসেন, আব্দুল বারী গাজীর পুত্র গোলাম মোস্তফা (৪০)।
হাসপাতালে আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান তাদের সঙ্গে একই গ্রামের মাহবুব গংয়ের সঙ্গে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল । উক্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার ভোরে তাদের যাতায়াতের পথ বন্ধ করে দেয়। পথ বন্ধ করার প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে মানপুর গ্রামের মৃত খালেকের ছেলে মাহবুব তার ভাই ইয়াকুব আলীর নেতৃত্বে সন্ত্রাসী মনিরুল ইসলাম (২৫) মুন্না (২২) মামুন (২৩) জুলফিকার ৬/৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হাতে দা ,লোহার রড, শাবল নিয়ে অতর্কিতভাবে কুপিয়ে, পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় গ্রামবাসী তাদেরকে গুরুতর আহত অবস্থায় কালিগঞ্জ হাসপাতালে পাঠায়।