শ্যামনগরে মাদক বিক্রয়ের টাকা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক
সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগরের বংশিপুর এলাকা থেকে ইসরাফিল হোসেন ওরফে হারা (৬০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বংশিপুর বাজার সংলগ্ন এলাকায় তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ও নগদ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত মাদক কারবারি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুর এলাকার মৃত এন্তাজ গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ মাদকদ্রব্য বিক্রয়ের অভিযোগে বৃহস্পতিবার দিবগত রাতে এস আই এম. সজীব আহমেদের নেতৃত্বে শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ইসরাফিল ওরফে হারার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত মাদক কারবারির হেফাজতে লুকিয়ে রাখা ৭৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ৫৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্য মাদক কারবারি তার ছেলে ফারুক গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরো জানান, আটক মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এবং পলাতক মাদক কারবারি তার ছেলে ফারুক গাজী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। এ ঘটনায় শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে ইসরাফিল গাজী ওরফে হারাকে গ্রেফতার দেখিয়ে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তারা পরিবারের সদস্যরা মিলে পরস্পর যোগসাজসে অবৈধভাবে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রয়ের উদ্দেশ্যে বড় বড় ইয়াবাসহ বিভিন্ন মাদকের চালান নিজেদের হেফাজতে মজুদ করতেন এবং চাহিদা মোতাবেক শ্যামনগরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকেন।