কালিগঞ্জের নলতায় টি-২০ ক্রিকেটে ঘুশুড়ী ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন
এস,এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের নলতায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়।
আরাফ ক্রিকেট একাডেমি নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে।
খেলায় টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ২০ওভারে ৮৯ রান করে আরাফ ক্রিকেট একাডেমি। জবাবে ঘুশুড়ী ক্রিকেট একাডেমি ১৮.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯০ রান সংগ্রহ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্সআপ দলের খেলোয়াড় আমিন হাসনাত নাফিস।
আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জিকু আহছান ও ওজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আরাফ ক্রিকেট একাডেমির পরিচালক মাহমুদুল হাসান দোলন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম, কোচ রবিউল ইসলাম, কোচ ভবেন দাস প্রমুখ।