জীবনযাপনশিক্ষাঙ্গনসদর

সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: “সুখী সুন্দর বাংলাদেশ আনন্দময় শৈশব চাই”এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শীতের শিশির ভেজা সকালে উৎসবের আমেজে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলেমিশে এক মিলন মেলায় পরিণত হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডা. দিলারা বেগম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম।

উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সার্বিক পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এসময় কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং যেমন খুশি তেমন সাজো। বিভিন্ন সাজে নিজেদেরকে উপস্থাপন করে। শিশুরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনে মুখরিত করে তোলে। সকলে আড়ম্বরপূর্ণ পরিবেশ উপভোগ করতে থাকে এ যেন এক শিশুদের মিলন মেলা।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী শ্যামল রাহা, সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কার্তিক রং, শাহানাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, আন্না পারভীন, রহিমা খাতুন, মনোতোষ রায়, মেহনাজ আক্তার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও বিশ্বজিত দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *