কালিগঞ্জশিক্ষাঙ্গন

তারুণ্যের উৎসব উপলক্ষে কালিগঞ্জে কাবাডি, ফুটবল ও বিতর্ক প্রতিযোগিতা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কালিগঞ্জ উপজেলায় ফুটবল কাবাডি ও বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে মৌতলা ও কুশুলিয়া ইউনিয়নের মধ্যে বালিকা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মৌতলা ইউনিয়ন। বেলা ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এ বিষয়ের পক্ষে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিষয়ের বিপক্ষে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিতর্কিক দল অংশগ্রহণ করে।

উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল রাউন্ডে শ্রীকলা স্কুল কে হারিয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার গ্রহণ করেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় তাদের প্রাপ্ত নম্বর ১৮৩ রানার আপ শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাপ্ত নম্বর ১৭৪।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (অব:) শেখ রফিকুল ইসলাম।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, অনুষ্ঠানে সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব, ফলাফল সংরক্ষণে ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী।

এদিকে বিকাল ৬টায় উপজেলা পরিষদ মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা ছাত্র সমন্বয়ক ফুটবল একাদশ বনাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফুটবল একাদশ মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা ছাত্র সমন্বয়ক দল ২ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উত্তরা ক্লাবের খেলোয়াড় জাহিদ খেলা পরিচালনা করেন বাবু, সৈয়েদ মোমেনুর রহমান, আতা ও বাচ্চু। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব, আমির হামজা, মারুফ হোসেন, আবু ঈসা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্র মন্ডল উপজেলা নির্বাচন অফিসার অনুজ কুমার গাইন প্রমুখ।

২৩ জানুয়ারি সন্ধ্যায় আলোচনা সভা পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *