কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন
এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সকালে অনুষ্ঠিত নির্বাচনে দুইজন পুরুষ ও একজন নারী শিক্ষক প্রতিনিধি পদের জন্য ৪জন পুরুষ শিক্ষক এবং ২জন নারী শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন।
কলেজের ৫৭ শিক্ষক ভোটারের মধ্যে ৫৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিজয়ী শিক্ষক প্রতিনিধিরা হলেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক
ড. মোঃ মিজানুর রহমান, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক এমএম শফিউল আযম এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোছা: মেহেরুন্নেছা।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের বিদ্যোৎসাহী সদস্য আব্দুর রউফ এবং রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল ইসলাম।
প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আব্দুল মান্নান।