কলারোয়ালিডসাতক্ষীরা জেলা

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন ডিসি

এসএম ফারুক, কলারোয়া: কলারোয়ায় তারণ্যের উৎসব-২৫,র ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২২শে জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার উদ্বেধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক(ডিসি) মোস্তাক আহমেদ। উদ্বোধন শেষে তিনি সকল স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট দেখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে বিজ্ঞানমনস্ক নানা বিষয় তুলে ধরেন। শিক্ষার্থীদের জবাবেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল–মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবদিন, উপজেলা একাডেমি সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাও. মো. আহম্মদ আলী, কলারোয়া সরকারি পাইলট স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকুনুজ্জামান, অধ্যক্ষ এস এম শহিদুল আলম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আ.সালাম, প্রধান শিক্ষক আ.আলিম, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সুপার আবু মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, শিক্ষক প্রদীপ বিশ্বাস, মাস্টার জাহাঙ্গীর হোসেন, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকমন্ডলী ও ছাত্র- ছাত্রীবৃন্দ ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা। এদিকে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *