সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও তথ্য অধিকার কমিটির সভা
সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে, সহকারী কমিশনার এসএম আকাশের সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদগুলো অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, আশাশুনি বালিকা বিদ্যালয়ের আইসিটি শিক্ষক, ডাক্তার জয়ন্ত সরকার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, জেলা আইসিটি অফিসার মো. শরিফুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন বিউটি, ডিবি ইনচার্জ মো. নিজামী উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সুমনা সারমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জেলা সাইবার ক্রাইম এলার্ট টিম চেয়ারম্যান শেখ মাহবুবুল হক, কালীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক, আশাশুনি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আনম আলমগীর কবির।
সভায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি ছয় মাসে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ করা, সাইবার অপরাধে ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে প্রচারণা চালানো, সাইবার অপরাধ হলে দ্রুত মামলার প্রমাণ সংরক্ষণ করা, দক্ষ আইসিটি শিক্ষকদের সহায়তা কাজে লাগানো, তথ্য অধিকার আইন বাস্তবায়নে শিক্ষার্থীদের তথ্য জানানো, সরকারি অফিসের সকল তথ্য ও ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট রাখা, তথ্য প্রদানে আন্তরিক হয়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, বিবিধ।