তালা

তালায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: তালায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার খেশরা ইউনিয়নের এস.এম.এম.বি ব্রিকস এবং এস.বি ব্রিকস এ অভিযান চালানো হয়। অভিযানে এসময় নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের এস.এম.এম.বি ব্রিকস এবং এস.বি ব্রিকস নামক দুটি ইটভাটায় অভিযান চালানো হয়।

এসময় কাঠ পোড়ানোর অভিযোগে এস.এম.এম.বি ব্রিকসে ২ লাখ এবং এস.বি ব্রিকসে আরো ২ লাখসহ মোট ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুটি ভাটায় তিন মাস করে মোট ৬ মাসের জেল প্রদান করা হয়। তিনি জানান, অভিযানের সময় ইটভাটা মালিকরা পলাতক থাকায় এবং জরিমানার টাকা দিতে না পারায় এস.বি ব্রিকসের ম্যানেজার লাবলু সর্দার এবং এস.এম.এম.বি ব্রিকসের ম্যানেজার আল আমিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, এ ধরনের অভিযান অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *