কদমতলায় দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প সমাপনী সভা
সাতক্ষীরা সদরের কদমতলা বাজার কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়নে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির স্টার প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় কদমতলা বাজার কমিটির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় কর্মসূচির সামগ্রিক কর্মকাণ্ড, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ- সুবিধা, নিরাপত্তা, কর্মসংস্থানের ব্যবস্থা এবং বাজারে নারীবান্ধব কর্মপরিবেশ রক্ষার্থে বাজার কমিটির ভূমিকা পাশাপাশি জলবায়ু পরিবর্তনে প্রকল্পটির ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়।
সভাটির আয়োজন করেন ব্রাকের কর্মসূচি সংগঠক কামিনী খাতুন এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সেক্টর স্পেশালিস্ট পারভীন আক্তার।