অপরাধআইন আদালতজীবনযাপনসদর

সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাই: প্রধান আসামিসহ ২জন আ/ট/ক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয় ঘটনার প্রধান আসামিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার(১৯ জানুয়ারি) সদরের কাশেমপুর মালীপাড়া ও লক্ষীদাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো: রফিকুল ইসলাম রফিক (২৭) ও আলিমুদ্দিন(৪২)।

সাতক্ষীরার পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। পুলিশ সুপার জানান, ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামী আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছে। এছাড়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গতবছরের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উত্তোলনের পর ভোমরায় যাবার পথে ঢালীপাড়া এলাকায় ব্যবসায়ী আমির হামজার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা। এসময় তারা আমির হামজাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্না নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয় জনগন। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূল মাস্টারমাইন্ড সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *