কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
এস এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী সরদার (৭৫) আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
রোববার ১৯ (জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী সরদারের পুত্র বাংলাদেশ পুলিশের সরকারি উপ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, আমার পিতা বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সর্বশেষ রোববার আসরের নামাজ পড়তে মসজিদে গিয়ে ওযু করার সময় অসুস্থ হয়ে পড়েন এবং বাড়িতে নেয়ার পর তিনি মারা যান।
তিনি উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মরহুম ইয়ার আলী সরদারের ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর বাবুরাবাদ শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধার নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
এ সময় কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম ও নলতা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা পুত্র হাফেজ আমিরুল ইসলামের ইমামতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর দাফন সম্পন্ন হয়েছে।