সাতক্ষীরা সদরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফল করতে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে সদর উপজেলার ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতায় নিয়মতান্ত্রিকভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। কোনরূপ নিয়ম ভাঙলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রস্তুতিমূলক সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল,
রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, তজলপুর জেসি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিব হোসেন, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ওসহকারী শিক্ষক মনোরঞ্জন মন্ডল, খুলনা বিভাগীয় স্কাউটের সম্পাদক সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান উল্লাসসহ সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কারীমা মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া শিক্ষক আবু সাঈদ।