পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন
মাসুদ আলী: সাতক্ষীরার পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় চত্বরে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর পুত্র অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মমিনুর হোসেন খান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক মঈনুর হোসেন খান চৌধুরী, সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা আনারুল হাসান, সহকারী শিক্ষক সুরাইয়া পারভীন, মোছাঃ কানিজ ফাতেমা, রেহেনা খাতুন, আফতাবুজ্জামান, হেমনাথ সরকার, ফ্লোরা আক্তার, তানিয়া আক্তার, সোহরাব হোসেন, মৃতঞ্জয় হালদার,সাবিনা খান চৌধুরীর প্রমুখ। এসময় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাড মিন্টন, ফুটবল, লাফ দড়িসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামীমুর রহমান।