ইতিহাস ঐতিহ্যজীবনযাপনশিক্ষাঙ্গনসদর

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসবের সমাপনী

ফিরোজ হোসেন: “পিঠার টানে ঐতিহ্যের গানে আসুন মেতে উঠি পিঠা উৎসাবে”এই প্রতিপাদ্যকে সামনে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজ চত্বরে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কো- চেয়ারম্যান মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিঞ্চপদ পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। দুইদিন ব্যাপী পিঠা উৎসবের স্টলগুলোর মধ্যে পিঠা স্টল ক্যাটাগীরর মধ্যে পাবলিকের ঘর স্টল প্রথম স্থান লাভ করে। দুই দিনব্যাপী পিঠা মেলায় ৪২ টি স্টলে শতপ্রকার পিঠা স্থান পেয়েছিলো। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় প্রতিষ্ঠানের পরিচালক বাহাউদ্দীন ফারুকী, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী ও পিঠা উৎসবের উদ্যোক্তাসহ অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ বাংলা বিভাগের সিনিয়ার শিক্ষক মোঃ হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *