শ্যামনগরে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-৩
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ ৩ব্যক্তি আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার মাজাট অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহরা হলেন-মাজাট অনন্তপুর গ্রামে সিরাজুল শেখের স্ত্রী রোকেয়া(৪০), শেখ মোহাম্মাদ আলীর পুত্র আল মামুন (৩৪) ও মৃত ইছাক শেখের ছেলে সিরাজুল শেখ। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
আহত আল মামুন জানান, বাড়ির পাশে দীর্ঘদিন ভোগদখলীয় সম্পত্তিতে কাজ করার সময় প্রতিপক্ষ একই গ্রামে জিন্নাতের ছেলে আনিস ও মিজানের নেতৃত্ব ৫-৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলে আমরা গুরুতর আহত হই। সম্পত্তি বর্তমানে আদালতে বিচারাধীন। তাছাড়া প্রতিপক্ষরা কোটের আইন অবমাননা করে বেআইনিভাবে আমাদের উপরে হামলা করে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমরা তদন্তপূর্বক বিষয়টি প্রতিকারের দাবি জানাচ্ছি। শ্যামনগর থানার ওসি মোল্যা হুমায়ন কবীর বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।