রায়পুর-নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাচনে সভাপতি বাবলু , সম্পাদক মজনু
মাসুদ পারভেজ/ তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর, নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের ১৬৮ জন ভোটারের মধ্যে শতভাগ ভোটার তাদের পছন্দ মতন প্রার্থীকে ভোট প্রদান করেন। উক্ত সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৩ জন সদস্যের মধ্যে ৪টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী সরাসরি ভোট যুদ্ধে অবতীর্ণ হন।
প্রার্থীরা হলো সভাপতি পদে বাবলু ,আব্দুল আলীম সরদার, সাধারণ সম্পাদক পদে রাকিবুল মল্লিক ওরফে মজনু, শাহিনুর রহমান, তাপস কুমার ঘোষ, শুকুর আলী, সাংগঠনিক সম্পাদক পদে আলামিন, মহাসিন কবির এবং কোষাধাক্ষ পদে মাসুম বিল্লাহ এবং ইব্রাহিম বাচ্চু প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে সভাপতি পদে বাবলু ১৩৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদ হোসেন ১৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে রাকিবুল মল্লিক ওরফে মজনু ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর রহমান ১২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে আল- আমিন ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাসিন কবির২৭ ভোট পান। কোষাধাক্ষ পদে মাসুম বিল্লাহ ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম বাবু ৯ ভোট পান। উক্ত নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জীবনী মাধ্যমিক ইনস্টিটিউটের এর সহকারী শিক্ষক হাফিজুর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জীবনী ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক তৈয়বুর রহমান তার সঙ্গে ছিলেন সহকারী শেখশিক্ষক মুস্তাহিদ হোসেন। নির্বাচন শেষে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনের সময় এলাকার সুধী ,সাংবাদিক এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। রায়পুর নিজদেব পুর উন্নয়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে লড়াই করে আসছে এর পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে ব্যাপক মানুষের মনে সাড়া জাগিয়ে তুলেছে।