পাইকগাছায় প্রাথ. বি. সহকারী শিক্ষক সমিতির নবনির্বাচিতদের পরিচিতি সভা
খোরশেদ আলম, পাইকগাছা: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খুলনা জেলার সাধারণ সভা ও পাইকগাছা উপজেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি অনুষ্ঠান শনিবার সকালে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিটির সভাপতি এসকে আছাদুল্লাহ মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি ও খুলনা জেলা সভাপতি মোঃ মনির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি সেকেন্দার আলী। আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা মহানগর কমিটির সভাপতি সৈয়দ আনিসুজ্জামান। প্রধান আলোচক ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এমএম ছানোয়ার হোসেন। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গাজী ও সমাজ কল্যাণ সম্পাদক মহাসিন আযম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম আখতার হোসেন, আব্দুর রাজ্জাক সরদার, জয়চাঁদ দাশ, এসএম সিরাজুল ইসলাম, তাফরুজা নূর চিশতি,
ডুমুরিয়ার সভাপতি রফিকুজ্জামান, সাধারন সম্পাদক শফিকুল আলম,দিঘলিয়া কমিটির সভাপতি কামরুল ইসলাম, রুপসা কমিটির সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আঃ সাত্তার খান,বটিয়াঘাটা কমিটির সভাপতি ধীমান মন্ডল, কয়রা কমিটির কোষাধ্যক্ষ মিন্টু রায়, সঞ্জয় কুমার গাইন,জাহাঙ্গীর আলম, জিএম আলমগীর কবির, শাকিলা জামান, জেসমিন নাহার, সুব্রত দত্ত চৌধুরী, আব্দুস সালাম, এস আবু সাঈদ, নিলুফার জেসমিন, ট্রিলপল কান্তি বাছাড়, আব্দুস সালাম, প্রীতিশ কান্তি সরকার, সাইফুল্লাহ হাসান, ব্রজেন বিশ্বাস, এসএম আমিনুর রহমান লিটু, হাফিজুল ইসলাম, দীপক সরকার, ও প্রদীপ সরকার।