পাইকগাছায় মুরশাফুল আলমের হরিণ প্রতীকের নির্বাচনী মতবিনিময়
মোঃ খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে সম্পাদক প্রার্থী আলহাজ্ব শেখ মুরশাফুল আলম এর হরিণ প্রতীকের নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বস্ত্র ব্যবসায়ী মার্কেটে পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও ব্যবসায়ীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সমিতির সহ সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিয়ার রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব শেখ শহিদুল ইসলাম বাবলু, আলহাজ্ব রেজাউল করিম, সাবেক কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রনজু, কার্তিক দেবনাথ, গাজী শহিদুল ইসলাম খোকন, শেখ মোস্তাফিজুর, বিএম কোরবান আলী, উত্তম দত্ত, ডাঃ আব্দুল খালেক, উদয় সাধু, পলাশ, মৃতুঞ্জয় সরদার, অর্জুন সরকার, উজির আলী, এনামুল হক বিশ্বাস, আব্দুস সাত্তার, কালিদাস সাধু, প্রহ্লাদ বিশ্বাস ও শহিদুল ইসলাম।
সভায় আগামী পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে হরিণ প্রতীকে ভোট দিতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়।