পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণ: সরকারি কলেজ ৫ রোভার
স্টাফ রিপোর্টার: শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের ৫ রোভার স্কাউট পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পাড়ি দেয়া শুরু করেছেন। ১৫ জানুয়ারি সকালে কলেজ থেকে তারা যাত্রা শুরু করেন।
শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদারের নেতৃত্বে পরিভ্রমণের অংশ নেয়া রোভার স্কাউটরা হলো রোভার মেট রায়হানুল ইসলাম, রাফিউল্লাহ বেলালী, মিঠুন কুমার ও ফিরোজ হোসেন। সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদার জানান, রোভার স্কাউট এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস রোভার স্কাউট অর্জন করার জন্য শ্যামনগর মহসিন কলেজ থেকে পরিভ্রমণ করে বাগেরহাট গিয়ে শেষ করবো।
বৃহস্পতিবার বিকালে তারা সাতক্ষীরা সরকারি কলেজে পৌছান। এ সময় সরকারি কলেজের রোভার স্কাউট নেতা সহকারী অধ্যাপক আ ন ম গাউছার রেজা তাদের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির সম্পাদক নাজমুল হক, জেলা রোভার এর এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সরকারি কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট ইয়াকুব আলীসহ কলেজের রোভার স্কাউটরা। দলটি ১৭ জানুয়ারি চুকনগর ডিগ্রি কলেজে, ১৮ জানুয়ারি রাতে মেট্রোপলিটন কলেজ, খুলনায় এবং ১৯ জানুয়ারি রাতে বাগেরহাটের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে গিয়ে অবস্থান করবে।