অপরাধকালিগঞ্জকৃষি

কালিগঞ্জে সরিষা গাছ নিধনের অভিযোগ টুটুলের বিরুদ্ধে

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুরের বিলের মধ্যে সরিষা ক্ষেত নিধন করার অভিযোগ উঠেছে টুটুলের বিরুদ্ধে। ঘটনাটি গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার সময়ে ঘটেছে।

সরেজমিনে জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাজপুর গ্ৰামের মৃত মাওলা বক্স গাজীর বড় ছেলে আবুল কালাম (৪৫) বিলের মধ্যে ২১ শতক জমিতে সরিষা চাষ করেন। কিন্তু তার আপন ছোট ভাই জালাল উদ্দিন টুটুল (৩৮) প্রকাশ্য দিবালোকে সম্পূর্ণ গায়ের জোরে সরিষা গাছগুলো কেটে সাবাড় করেছে। কিন্তু কৃষক আবুল কালাম বাঁধা দিতে গেলে তার ছোট ভাই জালাল উদ্দিন টুটুল চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ব্যবহার করে হুমকি ধামকি ও মারতে উদ্যত হয়। আবুল কালাম জীবনের ভয়ে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে পালিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন।
আবুল কালাম রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় সরকারি বেসরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করলে সবাই ঘটনাটি এড়িয়ে যান।

ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কালাম বলেন, আমার জমিতে এপর্যন্ত প্রায় আনুমানিক ৫ হাজার টাকার পরিমাণ খরচ হয়েছে। আমি বিভিন্ন এনজিও থেকে টাকা লোন নিয়ে মৎস্য চাষের পাশাপাশি বিভিন্ন সবজি চাষ করে থাকি।কিন্তু আমার এই ক্ষতি আমি এখন কি করবো দিশেহারা হয়ে পড়েছি।

এ বিষয়ে জালাল উদ্দিন টুটুলের সাথে ০১৭৪০ ৬৪৫৩৯৩ নম্বরে মুঠোফোনের মাধ্যমে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। আবুল কালাম উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

দুর্ধর্ষ প্রকৃতির জালাল উদ্দিন টুটুলকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য স্থানীয় এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *