শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নিন্দা জ্ঞাপন
শ্যামনগর প্রতিনিধি: যশোরের দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর কবীর ও রিপোর্টার এমএইচ উজ্জলের নামে আদালতে হয়রানিমুলক মামলা হওয়ায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়েছে। এমনকি যথাযথ তদন্ত সাপেক্ষে মামলা থেকে অব্যহতির দাবী জানানো হয়েছে।
এ উপলক্ষ্যে বিবৃতি দিয়েছেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর প্রতিনিধি সামিউল ইমাম আজম মনির, সহ-সভাপতি মানবজমিন পত্রিকার প্রতিনিধি জাহিদ সুমন, নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জি, এম, আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ, অর্থ সম্পাদক শেখ সোহরাব হোসেন, ক্রীড়া সম্পাদক মুরাদ হোসেন, নির্বাহী সদস্য রণজিৎ কুমার বর্মণ, সাইদুল ইসলাম সহ সাংবাদিক বৃন্দ।