অপরাধজীবনযাপনসদর

সাতক্ষীরায় স্ত্রীকে হ/ত্যা/র অভিযোগে স্বামী আটক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আমিরুল ইসলামকে (২৩) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

নিহত নারীর নাম মোছা. খাদিজা খাতুন (১৯)। তিনি সদর উপজেলার নারায়ণজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালির মেয়ে এবং মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। আটক আমিরুল একই গ্রামের এলাই বক্সের ছেলে।

নিহত খাদিজার স্বজন ও নারায়ণজোল গ্রামের মনিরুল ইসলাম বলেন, মাত্র তিন মাস আগে আমিরুলের সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে যৌতুকের দুই লাখ টাকা আনতে খাদিজাকে চাপ দেন। কিন্তু খাদিজা বাবার বাড়ি থেকে টাকা আনতে আপত্তি জানালে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন আমিরুল। এ ঘটনার জেরে আজ ভোরে তাঁকে লাঠি দিয়ে পেটান আমিরুল।

মনিরুল ইসলাম অভিযোগ করেন, মারধরের এক পর্যায়ে খাদিজা মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করেন আমিরুল। ঘটনার পর সকালে বাড়িতে আসবাব ভাঙচুর করতে থাকেন। তখন প্রতিবেশীসহ স্থানীয় লোকজন বাড়িতে এসে ঘটনাটি জানতে পেরে আমিরুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ অভিযুক্ত আমিরুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত খাদিজার লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *