জীবনযাপনশিক্ষাঙ্গনসদর

সাতক্ষীরায় গভ: গার্লস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে ক্রীড়া শ্রুতিমধুর ভাবগাম্ভীর্যে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল সাজ সজ্জায় এক মনোরম পরিবেশে অতিথিদের আগমনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সবমিলেই এক মিলন মেলায় পরিণত হয়।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৪ ই জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয় শিক্ষার্থীরা পুষ্প বৃষ্টি আর সুরের মূর্ছনায় নৃত্য পরিবেশনে প্রধান অতিথিকে স্বাগত জানানো হয়।

অতিথি ও শিক্ষক, শিক্ষিকাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাজ ও ক্যাপ পরিয়ে দেন, স্কাউট দল কর্তৃক প্রধান অতিথিকে অভ্যর্থনা জ্ঞাপন ও ফুলেল শুভেচ্ছা জানান, এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীয়া প্রতিযোগীদের মার্চপাস্ট , ডিসপ্লে, ক্রীড়াবিদদের ক্রীড়া প্রতিযোগিতা ও প্রধান অতিথি কর্তৃক অভিবাদন গ্রহণ করা হয়।

প্রধান অতিথির হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বক্তব্য দেন ও শান্তির প্রতীক পায়রা, বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম সহ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এসময় বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি ও বক্সিং খেলোয়ার আফরা খন্দকার প্রাপ্তি’কে সংবর্ধনা প্রদান করা হয়।

ক্রীড়া শ্রুতিমধুর উপস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শেখ মিফতাহুল জান্নাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *