কালিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
এস,এম গোলাম ফারুক, কালিগজ ব্যুরো: “জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) কালিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে সকাল ১১ টায় সারাদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত বিশ্বাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কলেজ বিজ্ঞান সপ্তাহের বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রজেক্টে অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান প্রজেক্ট পরিদর্শন শেষে বলেন, আজকের ক্ষুদে বিজ্ঞানী আগামী দিনের ভবিষ্যৎ। এ ধারা অব্যাহত থাকলে তারা একদিন বিশ্ব জয় করবে। অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।