কালিগঞ্জ উপজেলা সদরে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত
এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: জেলার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের এক শিক্ষক দম্পতির বাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
এ সময় চোরচক্রটি ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ বিশ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে বাড়ির মালিক মহাসিন আলী জানান।
জানা যায়, সোমবার (১৩ জানুয়ারী) সকাল ৯ টার দিকে বাড়ির মালিক রঘুরামপুর ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক মহাসিন আলী ও তাঁর স্ত্রী দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা পারভীন প্রতিদিনের ন্যায় বাড়িতে তালা দিয়ে স্ব স্ব কর্মস্থলে চলে যান। এ সুযোগে চোরচক্রটি বাড়ির প্রাচীর টপকিয়ে ভিতরে ঢুকে দোতলার তালা ভেঙে এ ঘটনা ঘটিয়েছে।
শিক্ষক দম্পতি বেলা দুইটার দিকে বাড়িতে ফিরে বাড়ির আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পেয়ে কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদেরকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।